Right Click Disable

Sunday, 11 March 2018

আমার হৃদকমল (শ্যামা সঙ্গীত) [Aamar Hriyadkomol (Shyma Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
আমার হৃদকমল (রামপ্রসাদ সেন)

আমার হৃদকমল মঞ্চে দোলে, কোরাল বদনী শ্যামা,
মন পবনে দুলায়িছে, দিবস রজনী ও মা...
মা............গো ||

ঈরা পিঙ্গলা নমঃ, সুষুম্না মনোরমা, (২)
তারই মধ্যে গাঁথা শ্যামা (২)
ব্রাহ্মসনাতনী ও মা.......
মা............গো ||

আবিরও- রুধিরও তায়, কী শোভা হয়েছে গায়, (২)
কাম আদি মোহ যায়, হেরিলে অমনি ও মা | (২)

যে দেখেছে মায়ের দোল, সে পেয়েছে মায়ের কোল, (২)
রামপ্রসাদের এই বোল (২)
ঢোলমারা বাণী ও মা......
মা............গো ||

No comments:

Post a Comment